স্টাফ রিপোর্টাার ॥ বানিয়াচং উপজেলার আতুকুড়া, সুবিদপুর, করিমনগর ও ইউসুফ গ্রামের চুরি-ডাকাতি এবং মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। আতুকুড়া যুব কমিটির সভাপতি সবুজ মিয়ার সভাপতিত্বে এবং সাধরণ সম্পাদক ইউপি সদস্য সুমন মিয়া আখঞ্জীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী হাজী ইব্রাহিম আলী, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মহিবুল হোসেন উজ্জল, সহ-সভাপতি সাংবাদিক এস এম সুরুজ আলী, হেলাল আহমেদ, সাইফুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ পুলিশ সদস্যরা। সভায় প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা এলাকার অপরাধ দমনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সে ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকেও সহযোগিতা করা হবে। মাদক ব্যবসায়ীদের কোন ধরণের ছাড় দেওয়া হবে না। তাদেরকে ধরে আইনের কাছে সোপর্দ করার আহ্বান জানান তিনি। সভায় গ্রামবাসীরা অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করাসহ এলাকায় অপরাধ দমনে সকলে ঐকবদ্ধ ভাবে কাজ করবেন বলে জানান।
Leave a Reply