স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে গতকাল থেকে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির পানি সড়কের খানাখন্দে ভরে উঠেছে। এতে জনসাধারণ ও যানবাহন চলাচলে দূর্ভোগ বাড়ছে। গতকাল রোববার (২৭ জুলাই) বিকেল ৩ টায় বানিয়াচং উপজেলার স্থানীয় বড় বাজারের পশ্চিমের তিন রাস্তার মোড় থেকে জলমগ্ন দৃশ্যটি ধারণ করা হয়। স্থানীয়রা জানান, সড়কের এই জায়গাটি তিনটি বাজারের প্রবেশধার। এজন্য এই রাস্তাকে তিন রাস্তার মোড় বলা হয়। প্রতিদিন এখান দিয়ে যানবাহন এবং হাজারো মানুষ চলাচল করেন। দীর্ঘদিন যাবত সড়কের সংযোগ স্থলটির বেহাল দশা। অল্প বৃষ্টি হলেই ভাঙ্গা স্থানে পানি জমে জনসাধারনের দূর্ভোগ বাড়ে। আমরা সড়কটির খানাখন্দ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি। এব্যাপারে বড় বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি লুৎফুর রহমান বলেন,বড় বাজারের করিম উল্লা সড়কের বেহাল দশা দীর্ঘদিন ধরে,তাছাড়া তিন রাস্তার মোড় খানাখন্দে ভরপুর। বৃষ্টি হলেই পানি জমে জনসাধারণের দূর্ভোগ বাড়ে। খানাখন্দ সংস্কারের জন্য বাজার কমিটির পক্ষ থেকে দ্রুত প্রশাসনের কাছে দাবি উঠছে।
Leave a Reply