শনিবার, ২৬ Jul ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

তারেক রহমানকে যারা কটুক্তি করছেন আয়নায় নিজেদের চেহারা দেখুন-জি কে গউছ

তারেক রহমানকে যারা কটুক্তি করছেন আয়নায় নিজেদের চেহারা দেখুন-জি কে গউছ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- তারেক রহমানকে নিয়ে যারা কটুক্তি করছেন আয়নায় নিজেদের চেহারা দেখুন। আমরা ফ্যাসিষ্ট শেখ হাসিনার বৌদলতে জামায়াতকে নির্মূলের জন্য শাহবাগের ইমরান এইচ সরকারের নেতৃত্বে বিপ্লব দেখেছি। সেই দিন ইমরান এইচ সরকারকে মানুষ বিকল্প প্রধানমন্ত্রী ভাবতে শুরু করেছিল। কিন্তু কালের আবর্তে ইমরান এইচ সরকাররা হারিয়ে গিয়েছে। আজকে যারা লাফালাফি করছেন, অন্যদলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কটুক্তি করছেন, আপনাদের লাগাম টানতে যদি ব্যর্থ হন তাহলে অদূর ভবিষ্যতে ইমরান এইচ সরকারের চেয়েও আপনাদের অবস্থান খারাপ হবে। তিনি গত সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা শ্রমিকদলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন। সরকারের নির্লিপ্ততা, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার-অপপ্রচার ও মিডফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং কুচক্রিমহল কর্তৃক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় হবিগঞ্জ পৌরসভা মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিকদলের সভাপতি এম ইসলাম তরফদার তনু’র সভাপতিত্ব্ েও সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, সদস্য এম জি মোহিত, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক এস এম আউয়াল, প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com