চুনারুঘাট প্রতিনিধি॥ চুনারুঘাট উপজেলার চন্ডীছড়া চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।গতকাল বৃহস্পতিবার বিকালে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগানের কয়েকশ’ শ্রমিক মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন চন্ডীছড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি রঞ্জিত কর্মকার,পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সাধন মৃধা, শ্রমিক নেতা আপন নায়েক,লিটন মুন্ডা, সুজন মৃধা,অর্পিতা ঘোষ ও ধূলি কর্মকার প্রমুখ। এ সময় তারা বলেন, অতীতে দুর্নীতির কারণে চাকরিচ্যুত একটি চক্র ন্যাশনাল টি কোম্পানীর আওতাধীন বিভিন্ন বাগানের কর্মকর্তা ও শ্রমিকদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অপবাদ ছড়ানোর হুমকিও দিচ্ছেন প্রতিনিয়ত। তারা বলেন, অতীতের নানা অনিয়ম দুর্নীতি থেকে বাগান যখন উন্নতির দিকে যাচ্ছে, তখন একটি স্বার্থান্বেষী মহল এ পরিবেশ নষ্ট করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে। বক্তারা বলেন, চা-বাগানে যারা শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
Leave a Reply