নিজস্ব প্রতিনিধি॥ সীমান্তবর্তী উপজেলা চুনারুঘাট।ভারত সীমান্তঘেঁষা এই অঞ্চলের অনেক পথ মাদক পাচারের জন্য ব্যবহার হয়ে আসছে বহুদিন ধরে। নানা কৌশলে সীমান্ত পার করে গাঁজা ঢুকিয়ে তা পৌঁছে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। পাচারকাজে এখন পুরুষের পাশাপাশি সুন্দরী তরুণী, শিশু ও কিশোরদেরও ব্যবহার করছে মাদককারবারিরা। এমন এক ঘটনায় এবার হাতেনাতে ধরা পড়েছে চাচাতো শালী ও দুলাভাই। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে এসআই রিপটন পুরকায়স্থের নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের জাজিউতা এলাকায় একটি চেকপোস্ট বসান। সেখানে শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজিকে থামিয়ে তল্লাশি চালানো হলে যাত্রীবেশে থাকা এক তরুণ ও তরুণীর ব্যাগে পাওয়া যায় ৩ কেজি গাঁজা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন নিজেদের পরিচয় দেন চাচাতো শালী-দুলাভাই হিসেবে। তাদের নাম করিমুল হক (৩২) ও মোছাঃ জুই আক্তার (১৯)। করিমুল ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌরসভার ভান্ডারা গ্রামের বাবুল সরকারের ছেলে। জুই নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সাইফুল ইসলামের মেয়ে। বর্তমানে তারা গাজীপুর জেলার জয়দেবপুর থানার সালনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। পুলিশ জানায়, ধৃতরা এর আগেও একাধিকবার গাঁজা বহনে জড়িত ছিল। তারা কখনো স্বামী-স্ত্রী, কখনো ভাই-বোন, আবার কখনো আত্মীয় পরিচয়ে সিএনজি বা বাসে ভ্রমণ করে মাদক পরিবহন করত। তারা সাধারণত চুনারুঘাটের ভারত সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম বলেন, তারা অত্যন্ত কৌশলে একাধিক পরিচয় দিয়ে মাদক বহন করত। নারীদের ব্যবহার করে সন্দেহ এড়িয়ে যাওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য। এই চক্রের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। আমরা তদন্তের মাধ্যমে তাদের পেছনের নেটওয়ার্ক খুঁজে বের করার চেষ্টা করছি।
Leave a Reply