স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ) এর হবিগঞ্জ জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে নবগঠিত জেলা কমিটির সভাপতির সৈয়দ সালিক আহমেদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক নুর উদ্দিন সুমনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি শাহ কামাল সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, কোষাধক্ষ্য মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিজিল মিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান সুমন, নির্বাহী সদস্য মো আবু হেনাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। এছাড়া আগামী মাসে বড় পরিসরে সংগঠনের অভিষেক অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত হয়।
Leave a Reply