শনিবার, ২৬ Jul ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

আইন-শৃংখলা স্বাভিবিক রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই -সৈয়দ মোঃ ফয়সল

আইন-শৃংখলা স্বাভিবিক রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই -সৈয়দ মোঃ ফয়সল

স্টাফ রিপোর্টার ॥ সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল বলেছেন দেশের আইন-শৃংখলা স্বাভাবিক ও উন্নতি করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই। সম্প্রতি লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও প্রধান উপদেষ্টার জনাব ড.ইউনুফ সাহেব’র মধ্যে বৈঠকের আলোকে ফেব্রুয়ারী মাসে নির্বাচনের যে সম্ভাব্য তারিখ নিধারিত হয়েছে আশা করি ঘোষিত তারিখেই নির্বাচন হবে। দেশের মানুষ ১৬ বছর ধরে ভোট দিতে পারে নাই। তরুন প্রজম্ম ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে গড়া রাজনৈতিক দল বিএনপি দেশের সর্ব বৃহৎ ও জনপ্রিয় রাজিৈনতক দল। এ দলকে ধবংস করার জন্য বিগত ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকার হামলা-মামলা এবং গুম থেকে শুরু করে এহেন কাজ নেই যা করেনি। কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান’র বলিষ্ট নেতৃত্বে দল আরও সুসংগঠিত হয়েছে। তিনি আরও বলেন-সাবেক প্রধান মন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে স্নেহ করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জীবনে সিলেট বিভাগে রাজনৈতিক কর্মসূচি শুরু করেছিলেন আমার নির্বাচনী এলাকা দিয়ে। তাই সরকারি কোন দায়িত্বে না থেকেও এলাকায় ব্রীজ-কালভাট, স্কুল-কলেজ. রাস্তা-ঘাট থেকে শুরু করে শতশত কোটি টাকার উন্নয়ন মূলক করিয়েছি। জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের কল্যানে কাজ করে যাব ইনশাল্লাহ। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল’র সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সিনিয়র সহসভাপতি হাজী অলিউল্লাহ, মাসুকুর রহমান মাসুক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হামিদুর রহমান, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, আরজু মিয়া মেম্বার, সুমন চৌধুরী, মোস্তফা কামাল বাবুল, সাবেক কাউন্সিলর মোঃ বাবুল হোসেন, সুরঞ্জন পাল, গিয়াস উদ্দিন, আবিদুর রহমান, মিছির আলী, সহিদ মিয়া, ফজলুর রহমান, আমজাদ আলী শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েতউল্লাহ, কৃষক দলের যুগ্ম আহবায়ক হিরেশ ভট্রাচার্য্য হিরো, ফারুক রানা, এড.নিজামউদ্দিন খাঁন, এড.জসিম উদ্দিন, মোঃ আলফাজ মিয়া, লুৎফুর রহমান খাঁন, জয়নাল মহালদার প্রমুখ। পরে সাবেক প্রধান মন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং উত্তরায় মাইল স্টোন স্কুল এন্ড কলেজে দূর্ঘটনায় নিহতদের আত্নার মাগফেরাত এবং আহদের দ্রুত রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন বিএনপির নেতা হাফেজ রফিকুল ইসলাম শামীম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com