বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম অঞ্চলের প্রায় সাতটি গ্রামের হাজার হাজার মানুষের একমাত্র রাস্তা বাহুবল টু রাজাপুর বাজারের রাস্তা। রাস্তাটি ভেঙ্গে বর্তমানে চলাচলে একবারেই অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ জনতা। ওই রাস্তা দিয়ে সদর ইউনিয়নের আকিলপুর, পনারআব্দা, রাজাপুর, মিঠাপুর, কাইদগাঁও, বঙ্গারআব্দা ও সাতপাড়িয়াসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ প্রতিনিয়ত চলাচল করেন। রাস্তার বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে কাঁদা ও বড় বড় গর্ত। বর্ষার মৌসুমে বৃষ্টি হলে দুর্ভোগ আরও চরম আকার ধারণ করে। ফলে প্রতিনিয়ত যানবাহন দিয়ে চলাচল করতে দূর্ঘটনায় শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এলাকাবাসী জানান, কাঁদামাখা গ্রামীণ রাস্তা দিয়ে চলাচলে চরম দুর্ভোগে শিকার হচ্ছেন। বর্তমানে রাস্তাটি চলাচলে একবারেই অনুপযোগী হয়ে পড়েছে। অনেক সময় গাড়ী নিয়ে আসা যাওয়া করতে দূর্ঘটনায় শিকার হতে হয়। রাস্তাটি দ্রুত সংস্কার করতে প্রশাসনের নিকট আকুল আবেদন জানানো হচ্ছে।
Leave a Reply