বানিয়াচং প্রতিনিধি॥ মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত ও আতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও শোকসভা করেছে বানিয়াচং মডেল প্রেসক্লাব। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৩ টায় স্থানীয় বড়বাজারস্থ ক্লাব কার্যালয়ে মডেল প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটনের সভাপতিত্বে এবং সেক্রেটারী ও আহত জুলাই যোদ্ধা শেখ সফিকুল ইসলাম সফিকের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, বিএসডি মহিলা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোবাশ্বির আহমদ ও বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ইমদাদুল হোসেন খান। উপস্থিত ছিলেন, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও মুরাদপুর হাইস্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন মহসিন, ক্লাবের সহসভাপতি ও জেলা ছাত্র মজলিসের সভাপতি সাইফুল সুরুজ, ক্লাবের জয়েন্ট সেক্রেটারী রাসেল আহমেদ, জয়েন্ট সেক্রেটারী আবু হানিফ বিন সাঈদ ও ফটো সাংবাদিক সেলিম আহমেদ ও বাইতুস সালাম তাহফিজুল কোরআন মাদ্রাসা ও বড়বাজার আদর্শ সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীবৃন্দ। শোক সভায় নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয় এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বক্তারা বলেন, জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়ন ছিল পরিপক্ষতার অভাব। চলমান সংস্কারে অন্যান্য সংস্কারের সাথে সকল বাহিনীর সংস্কার করার উপর জোর দিতে হবে। দোয়া মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ রাকিবুল হাসান, হাফেজ ফাহাদ হাসান,হাফেজ জিহাদ হাসান, হাফেজ আরমান হাসান, হাফেজ তালহা, হাফেজ রাহুল হাসান ও হাফেজ সাকিব হাসান। দোয়া পরিচালনা করেন মাওলানা মোবাশ্বির আহমেদ।
Leave a Reply