স্টাফ রিপোর্টার ॥ ঢাকার সাভার থেকে নিখোঁজ হওয়া চতুর্থ শ্রেণির ছাত্র আয়ুস দাসকে (১০) অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত ১১টায় (২৬ জুলাই) বানিয়াচং উপজেলার মার্কুলি বাজারে পাওয়া যায়। এরপর পুলিশের মার্কুলি নৌ ফাঁড়ি তাকে জিম্মায় নিয়ে অভিভাবককে জানায়। আয়ুস দাস বানিয়াচং উপজেলার আদুআই গ্রামের শৈলেষ দাসের ছেলে। বর্তমানে সাভারের তালবাগ এলাকায় পরিবারসহ বসবাস করছে। সে সাভারের ঢাকা ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র। আয়ুস দাসের মামা হরিভক্ত দাস জানান, গতকাল শনিবার সকাল ১০টায় সে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ২টায় আয়ুসকে পাওয়া গেছে বলে পরিবারকে মার্কুলি নৌ ফাঁড়ি থেকে জানানো হয়। মার্কুলি বাজারের ব্যবসায়িদের বরাতে নৌ ফাঁড়ির আইসি জানান, গতকাল শনিবার রাত ১১টার দিকে বাজারে অজ্ঞান অবস্থায় একটি শিশু পাওয়া গেছে বলে ফাঁড়িকে জানানো হয়। শিশুটি একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে বাজারে নেমে তার নাম বলেই জ্ঞান হারায়। বাজারের ব্যবসায়ী ও একই গ্রামের বাসিন্দা আয়ুসকে শনাক্ত করেন। এরপর পুলিশ শিশুটিকে তার এক আত্মীয়ের জিম্মায় দেয়।
Leave a Reply