জাতীয় নাগরিক পার্টি— এনসিপির গোপালগঞ্জের সমাবেশে হামলার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে।
বুধবার ১৬ জুলাই ২৫ ইং রাত ৮ ঘঠিকায়-শহরের বিক্ষোভ মিছিল টি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় টাউন হলের সামনে পথ সভায় মিলিত হয়। সমাবেশে বিক্ষোভকারীরা ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসনের জবাব চাই’; ‘আওয়ামী লীগের আস্তানা জ্বালিয়ে দাও-পুড়িয়ে দাও’; ‘আওয়ামী লীগের ঠিকানা এ বাংলায় হবে না’ ও ‘ইনিকিলাব জিন্দাবাদ-মুজিববাদ মুর্দাবাদ’সহ নানা স্লোগান দিতে থাকেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেকের নির্দেশনায় আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে,ও, যুগ্ম সমন্বয়ক শেখ ইফতেখার আহাদ নাঈম, এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন
ওয়াদুদ মাহমুদ চৌধুরী শামীম,আ,খ,ম উস্তার মিয়া তালুকদার,আসমা আক্তার,সাইফুর ইসলাম,আব্দুল্লাহ রায়হান প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন, আব্দুল বাসিত তরফদার মিঠু, এডভোকেট নজরুল আজিজ
জুনেদ,এডভোকেট ফখরু উদ্দিন আহমেদ জাকি ,আনোয়ার হোসেন, সামীর আহমেদ রহমত,মীর দুলাল,ফজলুল করিম,মিরাজুল হক সজীব মো: আরিফ আহমেদ।আর ও উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রধান সমন্বয়ক এ,কে,এম নাছিম,রুবেল মিয়া,ছায়েদুল হক,আমিনুল ইসলাম,হুমায়ুন কবির,জিয়াউল হক মিশু,বদরুল সরকার,নাইম আজাদ তালুকদার,জুবায়ের আহমেদ,সাজন চৌধুরী,রোকন উদ্দিন তালুকদার প্রমুখ।নেতৃবৃন্দ বক্তব্যে বলেন,হামলার ঘটনায় প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেন।
Leave a Reply