বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

চা-বাগানের সবুজের বুকে স্থাপিত হলো ‘বিউটিফুল চুনারুঘাট’

চা-বাগানের সবুজের বুকে স্থাপিত হলো ‘বিউটিফুল চুনারুঘাট’

স্টাফ রিপোর্টার ॥ পর্যটন পিপাসুদের জন্য হবিগঞ্জে চা-বাগানের সবুজের বুকে ‘বিউটিফুল চুনারুঘাট’ নামফলক নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে চুনারুঘাট উপজেলার রামগঙ্গা নামকস্থানে মশিউর রহমান খান জুমেলের পৃষ্ঠপোষকতায় স্থাপিত এ ফলকের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম, প্রেসক্লাব সেক্রেটারি সাজিদুল ইসলাম, ব্যবসায়ি আহমেদ জসিম, মারুফ আহমেদ, সাংবাদিক রাজিব আহমেদসহ আরো অনেকে। পর্যটনে চুনারুঘাট তথা হবিগঞ্জকে দেশের মধ্যে রিপ্রেজেন্ট করার প্রথম প্রক্রিয়াই হল এই ‘বিউটিফুল চুনারুঘাট’ এর ফলক স্থাপন। ইম্পেরিওল গ্রুপের এমডি মশিউর রহমান খান জুমেল জানান, আমার জন্মস্থান চুনারুঘাটকে পর্যটনে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন লালন ও পরিকল্পনা করে আসছি দীর্ঘদিন যাবত। তিনি বলেন, ‘বিউটিফুল চুনারুঘাট অর্গানাইজেশন ভিশন-২০৩০ সুদীর্ঘ পরিকল্পনার পর্যটকদের আকৃষ্ট করার প্রথম ধাপ হিসেবে এই ফলক স্থাপন করেছি। ইনশাআল্লাহ ধাপে ধাপে আমাদের পরবর্তী সুদীর্ঘ পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করব।’ এদিকে এ ফলক স্থাপনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। উদ্বোধনের পর থেকে অগণিত পর্যটক রামগঙ্গায় ভিড় জমিয়েছেন বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এ ভাবে নিজ উদ্যোগে সবাই এগিয়ে আসলে এ উপজেলা একসময় পর্যটন নগরী হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com