বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

হবিগঞ্জ সহ ১৬ জেলায় শিক্ষার্থীদের মল পরীক্ষার নির্দেশ

হবিগঞ্জ সহ ১৬ জেলায় শিক্ষার্থীদের মল পরীক্ষার নির্দেশ

বিজয় ডেস্ক ॥ প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে কৃমি সংক্রমণের হার নির্ণয়ের লক্ষ্যে ১৬ জেলার শিক্ষার্থীদের মল পরীক্ষা করতে সহযোগিতা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এ কাজে সংশ্লিষ্ট জেলার প্রধান শিক্ষকদের সক্রিয় সহযোগিতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় ও রংপুর জেলার উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকদের উদ্দেশে এ নির্দেশনা জারি করা হয়। চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার তত্ত্বাবধানে ৫ থেকে ১৬ বছর বয়সী সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের বছরে দুবার কৃমিনাশক ওষুধ সেবন করানো হয়। এই কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নের জন্য শিশুদের মধ্যে কৃমি সংক্রমণের প্রকৃত অবস্থা জানার প্রয়োজন রয়েছে। এজন্য নির্ধারিত জেলাগুলোর শিক্ষার্থীদের মল পরীক্ষা করে একটি জরিপ পরিচালনা করা হবে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতর প্রাথমিক শিক্ষা অধিদফতরকে অবহিত করেছে এবং জরিপ কার্যক্রমে সহযোগিতার অনুরোধ জানিয়েছে। চিঠিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট এলাকায় জরিপ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, দেশের বিভিন্ন সেবামূলক কার্যক্রমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যুক্ত করার দীর্ঘদিনের একটি ধারা রয়েছে। তবে সাম্প্রতিক এই নির্দেশনার পর শিক্ষকদের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com