মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও বিধিবহির্ভূত দায়িত্ব পালনের অভিযোগের অনুসন্ধান শুরু করতে নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম স্বাক্ষরিত একটি পত্রে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, কমিশনের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলামকে তদন্তভার দেওয়া হয়েছে। স্মারক নম্বর ২৭৯/১(৭)-এ উল্লেখ করা হয়েছে, তদন্ত শেষে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। এর আগে, গত ১৬ জুন বিদ্যালয়টির ১৪ জন শিক্ষক ও কর্মচারী একযোগে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। তাতে আমিনুল ইসলামের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপন করা হয়।
Leave a Reply