স্টাফ রিপোর্টার- বানিয়াচংয়ে স্মৃতি স্তম্ভের পাশে অবস্থিত সরকারি ভূমি অংশগ্রহণমূলক উন্মুক্ত লীজ প্রদানের দাবি উঠেছে। সম্প্রতি স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে ওই জায়গাটি নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরপর থেকেই জনসাধারণের দাবি বানিজ্যিক এলাকায় অবস্থিত মূল্যবান ওই ভূমিটি যেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে উন্মুক্ত ডাকের মাধ্যমে লীজ প্রদান করেন বানিয়াচং উপজেলা প্রশাসন।
স্থানীয় বড় বাজারের ব্যবসায়ীরা জানান,ভূমিটির অবস্থান স্থানীয় বড় বাজারের পাশে হওয়ায় এখানে বানিজ্যিক সম্ভাবনা রয়েছে। অনেক ভাসমান ব্যবসায়ীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পাশাপাশি সরকার পাবে উপযুক্ত রাজস্ব। অথচ এই জায়গাটি দীর্ঘদিন যাবত আওয়ামী অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক লীগ নেতা মতিউর রহমান উপজেলা মসজিদের নামে মাত্র ৩ হাজার টাকা পরিশোধ করে কোটি কোটি টাকার ইট বালুর ব্যবসা করে আসছেন। ইট বালুবাহী ট্রাকের কারনে এলাকা জুড়ে তীব্র যানজট লেগে থাকে। জনসাধারণের ভোগান্তির পাশাপাশি এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলেও জানান বাজারবাসী।
পরিবেশবিদ অলিউর রহমান বলেন,ইট বালুবাহী ট্রাকের যানজট প্রতিনিয়ত লেগেই থাকে এখানে। ফলে পরিবেশের ক্ষতির পাশাপাশি মানুষের ভোগান্তি বাঁড়ছে। বাজারের পাশে এমন একটি মূল্যবান জায়গা সাধারণ টাকায় ভোগদখল করে আসছে স্বেচ্ছাসেবকলীগ নেতা মতিউর সাহেব।অথচ জায়গাটি উন্মুক্ত লীজের উদ্যোগ গ্রহণ করা হলে পাঁচগুণ টাকা পাবেন উপজেলা প্রশাসন। পাশাপাশি একাধিক লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। জায়গাটি উন্মুক্ত অংশগ্রহণের মাধ্যমে লীজ প্রদানের জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি।
এবিষয়ে বড় বাজার ব্যবসায়ী কল্যান সমিতির নেতৃবৃন্দরা বলেন,বাজার সংলগ্ন এলাকায় ইট,বালুর ব্যবসা বেমানান। ভূমিটি যেন উন্মুক্ত লীজ প্রদান করা হয় সেজন্য বাজার কমিটির পক্ষ হতে বানিয়াচং উপজেলা প্রশাসনের কাছে দাবি জানানো হবে।
এব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী বলেন, এবিষয়ে ডিসি স্যারের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply