স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়কের পাশে অবাধে চলছে অবৈধ বালুর ব্যবসা। এতে সড়কের ক্ষয়ক্ষতির পাশাপাশি সৃষ্টি হয়েছে দুর্ঘটনার ঝুঁকি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। সরেজমিনে গিয়ে দেখা যায়, হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের সুদিয়াখলা এলাকায় সড়কের পাশে স্তুপ করে রাখা হয়েছে বালু। ড্রেজার মেশিন দিয়ে সড়কের অপর পাশে এসব বালু উত্তোলন করে রাখা হয় এবং পরে ট্রাক্টরের মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে তা বিক্রি করা হয়। ট্রাক্টর চলাচলের ফলে সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, নজিম আহমেদ নামে এক ব্যক্তি এই অবৈধ বালুর ব্যবসার করছেন। তিনি সুদিয়াখলা এলাকার সিরাজ মিয়ার ছেলে।
নুর উদ্দিন নামে এক সিএনজি চালক জানান, “প্রায়ই সড়কের ওপর ট্রাক্টর রেখে বালু লোড করা হয়। এতে সড়কের শোল্ডার ভেঙে গেছে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বালু ব্যবসার বিষয়ে নজিম আহমেদকে জিজ্ঞেস করলে তিনি কোনো ধরনের সরকারি অনুমতি না নিয়েই ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে স্বীকার করেন।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব হোম দাস বলেন, “বিষয়টি আমি অবগত না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply