মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে মাধবপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নারায়ণ চন্দ্র দত্ত’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ। আলোচনা সভা শেষে ৬ জন শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
Leave a Reply