মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে চুনারুঘাটের শিক্ষার্থীর মৃত্যু

ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে চুনারুঘাটের শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ ফেইসবুকে অভিমানী পোস্ট দিয়ে জগন্নাথ হলের ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে আত্মহত্যা’ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সঞ্জয় বাড়াইক নামের ওই তরুণ নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে জগন্নাথ হলের রবীন্দ্র ভবনের ছাদ থেকে তিনি ‘লাফিয়ে পড়েন’ বলে বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান। তার আগে রাত ১২টার পরপর সঞ্জয় এক ফেইসবুক পোস্টে লেখেন, “আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি, উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি, আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। “আমি দিনের পর দিন অন্যায় করেছি, নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া আমার ঠিক হয়নি। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমার কারণে কারও কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার, আমি ক্ষমা চাচ্ছি।” সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। সেখানে চুনারুঘাট সরকারি কলেজে এইচএসসি শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। হলের সিসিটিভি ভিডিওতে দেখা যায়, সঞ্জয় রাতে হলের ছাদে যান, সেখানে প্রায় দেড় ঘণ্টা ছিলেন। সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, “সকালে মরদেহটি রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে ছিল। পরে মরদেহ মর্গে পাঠানো হয়। তার বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মরদেহ গ্রামের বাড়ি হবিগঞ্জ নিয়ে যাবে।” ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক ফেইসবুক পোস্টে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান সকালে সঞ্জয়ের মৃত্যুর খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান, প্রক্টর সাইফুদ্দীন আহমদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. ফারুক শাহ এবং জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল সেখানে উপস্থিত ছিলেন। উপাচার্য নিয়াজ আহমদ খান হাসপাতালের চিকিৎসক এবং মৃত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com