নবীগঞ্জ প্রতিনিধি ॥ গত সোমবার সংঘাতটির সূচনা হয় স্থানীয় দুজন গণমাধ্যমকর্মীর বিরোধ থেকে। পরে তা এলাকাভিত্তিক দুই গ্রামে দ্বন্দ্বের মধ্যে ছড়িয়ে পড়ে। ১৪৪ ধারা ভঙ্গ করে জড়ানো এ সংঘাতে প্রাণ হারান ১জন, আহত হন শতাধিক ব্যক্তি। সংঘর্ষ কালে শহরে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এখন পর্যন্ত এঘটনায় ৭জনকে আটক করা হয়েছে। এখনও কোন পক্ষ নবীগঞ্জ থানায় মামলা দেয়নি। শহরের ১৪৪ ধারা জারি রয়েছে। পুলিশ বাদী হয়ে পুলিশ এ্যাসাল্ট মামলা দায়ের করেছেন। উক্ত মামলায় গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫ টা ৪০ মিনিটে ফারুক মিয়া তালুকদারের জানাজার নামাজ তিমিরপুর প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এদিকে নিহত ফারুক মিয়ার জানাজার নামাজে সাবেক এমপি শেখ সুজাত মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমীন, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
Leave a Reply