বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে টমটম চালকের হাত ও পা বাধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১ টার দিকে বাহুবল মডেল থানা পুলিশ উপজেলার ভাটকাটিয়া মন্দির সংলগ্ন রাস্তার উপর থেকে লাশটি উদ্ধার করে।
তার নাম মোঃ কাশেম আলী (২৭)। সে স্থানীয় লামাতাশী গ্রামের আব্দুল আলীর ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কাশেম আলী প্রতিদিনের ন্যায় সোমবার ৭ জুলাই বেলা ১১ টার দিকে টমটম গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়। মিরপুর- বৈদ্যের বাজার রুটে সে টমটম চালাতো। রাত ১১ টা পর্যন্ত বাড়িতে না ফিরায় তার পরিবারের লোকজন মোবাইল ফোনে যোগাযোগ করে ফোন বন্ধ পান। পরে বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে ভাতকাটিয়া মন্দিরের কাছে রাস্তায় তার হাত পা বাধা অবস্থায় দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের মৃত দেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply