সাইফুর রহমান মুহাম্মদ ফয়সাল,টরেন্টো,কানাডা থেকে॥ কানাডায় অবস্থানরত হবিগঞ্জ জেলার সকল সদস্যদের কে নিয়ে গত ২৯ জুন বাংগালী পাড়া খ্যাত ডেনফোর্থ এরিয়ায় স্থানীয় রাধুনী রেষ্টুরেন্টে রাত ১০ ঘটিকায় এক বিশেষ সভার আয়োজন করা হয় ।এতে সকল সদস্যদের উপস্থিতিতে পুরাতন কমিটিকে বিলুপ্তি করে ০২ বছরের জন্য নতুন আংশিক কমিটির অনুমোদন করা হয় । উপস্থিত সকল সদস্যদের কন্ঠ ভোটে খাঁন ইমরুল চৌধুরী কে সভাপতি ও কায়েছ চৌধুরী কে সাধারণ সম্পাদক এবং শামিম চৌধূরীকে সিনিয়র সহ সভাপতি আসজাদ বখত চৌধুরী. লিটন তালুকদার,হুমায়ুন কবির রেজা কে সহ-সভাপতি ও মো: মতিউর আলম রুমেল কে ১ম যুগ্ন সাধারন সম্পাদক.আব্দুল কাইয়ুম কে ২য় যুগ্ম সাধারণ সম্পাদক ও মিজান রহমান কে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়,,উক্ত সভায় নতুন কমিটির নেতৃবৃন্দ গন কানাডায় অবস্থানরত সকল সদস্যদেরকে সাথে নিয়ে হবিগনজ কমিউনিটির সেবা মূলক কাজ এবং কমিউনিটির উন্নয়নে আরো ঐক্যবদ্ধ কার্যকর ভুমিকা পালন সহ সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন..উক্ত সভায় সাবেক কমিটির সকল নেতৃবৃন্দউপস্থিত ছিলেন।
Leave a Reply