মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানাধীন নারায়নপুর এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে আটক করেছে র্যাব-৯।
র্যাব-৯ এর মিডিয়া উইং এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার (১৬ জুলাই) সকালে র্যাব-৯ এর একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর (বৌলাছড়া) এলাকার কাশেম মিয়ার ছেলে রফিক মিয়া (২৪)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক রফিক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply