মাধবপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (১৬ জুলাই ) সকালে হাইওয়ে ইন হোটেলে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। মির্জা স্কলার একাডেমীর অধ্যক্ষ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলার সভাপতি সাইফুল হক মির্জার সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরীর উপস্থাপনায় এবং সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুজনের সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মহাসচিব মোঃ মিজানুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, ফজলে রাব্বী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু,পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ।
Leave a Reply