স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সিলেট মহাসড়কের অলিপুর এবং শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বর এলাকার মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাইওয়ে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শতাধিক অবৈধ চায়ের দোকান, বিভিন্ন পণ্যের স্টল, কাঠের ছাউনি ও স্থায়ী কাঠামো ভেঙে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস। হাইওয়ে পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিমের পরিকল্পনায় উচ্ছেদ অভিযান সম্পন্ন করেন শিল্প পুলিশের এডিশনাল এসপি ফয়ছল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা, শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলিপ কান্ত নাথ সহ পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর একটি দল। ইউএনও পল্লব হোম দাস বলেন, ‘জাতীয় মহাসড়কের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে যত্রতত্র দোকানপাট গড়ে তোলা হয়েছিল। এতে সড়কে যানজট তৈরি হতো, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। সরকারি জমি পুনরুদ্ধারে নিয়মিত অভিযান চলবে।
Leave a Reply