বুধবার, ১৬ Jul ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মানবিকতার জ্বলন্ত দৃষ্টান্ত নবীগঞ্জের দুই সাহসী সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হন পাঁচ সাংবাদিক সিলেটের তামাবিল দিয়ে ভারতে গেল প্রধান উপদেষ্টার উপহারের আম নবীগঞ্জে প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক বিদ্যালয়ে ফলজ চারা বিতরণ আন্দিউড়া উম্মেতুন্নেসা স্কুলের প্রধান শিক্ষকের দুর্নীতি তদন্তে দুদক চুনারুঘাটের নারী শ্রমিককে ভৈরবে ধর্ষণ করল কারখানা মালিক শায়েস্থাগঞ্জ ও অলিপুর মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ চুনারুঘাটের আমু বাগানের চা শ্রমিক মায়ের আর্তনাদ ৩০ বছর কারাগাভোগের পর মুক্ত হলেন লাখাই’র কনু মিয়া বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র সফল হবেনা শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে এসএম ফয়সল
নবীগঞ্জে প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক বিদ্যালয়ে ফলজ চারা বিতরণ

নবীগঞ্জে প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক বিদ্যালয়ে ফলজ চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সকল প্রাথমিক শিক্ষাও মাধ্যমিক বিদ্যালয়ে দেশীয় ফলজ বৃক্ষ রোপণ কর্মসূচি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক বিদ্যালয়ে নারিকেল, লেবু, তাল, নিম, বেল, জাম, কাঁঠাল পেয়ারা ও উন্নত জাতের আমের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) অফিসার শাহিন দেলোয়ার এতে আরও উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার রিপন চন্দ্র দাস উপজেলা পজীপ কর্মকর্তা সাাকিল আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও খাদ্য নিরাপত্তায় চাষের গুরুত্ব অপরিসীম। সরকার এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষা প্রতিষ্টান উদ্বুদ্ধ করতে চায়, এবং স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে পারে। উপজেলা শিক্ষা অফিসার রিপন চন্দ্র দাস জানান, উপজেলার তালিকা অনুযায়ী ১৮২ টি প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক বিদ্যালয়ে ৪০টি মোট ২২২টি প্রতিষ্টানে ৯৯০টি চারা বিতরণ করা হয়। শেষে অতিথিরা প্রতীকীভাবে কিছু শিক্ষকদের হাতে চারা তুলে দেন। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থীদের মধ্যে গাছ পালার প্রতি ভালোবাসা ও যত্নশীলতা তৈরি হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com