স্টাফ রিপোর্টার ॥ কিশোরগঞ্জের ভৈরবে নারী পাদুকা শ্রমিককে বিভিন্ন প্রলোভনে ধর্ষণের অভিযোগে কারখানা মালিককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে নাছির মিয়াকে (৪০) ধর্ষণ মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, রবিবার ওই নারী শ্রমিক থানায় লিখিত অভিযোগ দিলে গতকাল রাতে তাকে পৌর শহরের লালু কালু মার্কেটের সামনে থেকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা সেকেন্ড অফিসার এমদাদুল হক কবির। জানা গেছে, অভিযুক্ত কারখানা মালিক নাছির মিয়া উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরের কান্দা গ্রামে রইছ উদ্দিনের ছেলে। সে পৌর স্টেডিয়াম সংলগ্ন এলাকার সাদিয়া সু ফ্যাক্টরীর মালিক। এদিকে নারী শ্রমিকের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগকারী নারী দীর্ঘদিন যাবত ভৈরব পৌর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় নাছির মিয়ার সাদিয়া সু কারখানায় শ্রমিকের কাজ করতো। সেই সুবাদে দীর্ঘদিন ধরে জোরপূর্বক এবং নানান ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে আসছিল নাছির। এক পর্যায়ে ঐ নারী দু’মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর কারখানা মালিককে বিয়ের জন্য চাপ দিতে থাকলে নাছির মিয়া গড়িমসি শুরু করে। উপায় না পেয়ে রবিবার রাতে এ বিষয়ে ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক। তবে, এ বিষয়ে নারী শ্রমিকের সাথে কথা বলতে চাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ পাওয়া যায়। ভৈরব থানার সেকেন্ড অফিসার এমদাদুল হক কবির বলেন, “ধর্ষণের শিকার নারী বাদী হয়ে নাছির মিয়ার নামে মামলা করেছেন। আমরা অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্ত করে নাছির মিয়াকে আটক করি। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই নারীর মেডিকেল পরীক্ষা নিরিক্ষার জন্য কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply