বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি পুণগঠন ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১২ জুলাই) বিকালে স্থানীয় বড়বাজারস্থ ক্লাব কার্যালয়ে যুগান্তর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে জীবন আহমেদ লিটনকে পূনরায় সভাপতি ও সরকারি গেজেটভূক্ত (বি ক্যাটাগরি) জুলাই যোদ্ধা সাংবাদিক শেখ সফিকুল ইসলামকে সেক্রেটারী নির্বাচিত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নির্বাচিত সেক্রেটারী নকিব ফজলে রকিব মাখন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকলে দুর্নীতিবাজরা মাথাচারা দিতে পারে না,সাংবাদিকদের সঠিক লেখনি দেশকে আলোর পথ দেখায়, তাই আপনাদের (বানিয়াচংয়ের সকল সাংবাদিক সংগঠন) ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং প্রেসক্লাব উপদেষ্টা মোতাব্বির হোসেন, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, উপজেলা কৃষকদল নেতা অলিউর রহমান অলি, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন নিপ্পন, মুরাদপুর হাইস্কুলের প্রদান শিক্ষক সাংবাদিক জাকির হোসেন মহসিন, হবিগঞ্জ জেলা ছাত্র মজলিশের সভাপতি ও এস আই মিডিয়ার পরিচালক সাইফুল সুরুজ ও ১ নং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী সাংবাদিক রাসেল আহমেদ প্রমুখ।
Leave a Reply