বিজয় ডেস্ক ॥ শঙ্কাই সত্য হলো। আগস্টে বাংলাদেশে আসছে না ভারত। পূর্ব নির্ধারিত সময়ে সফর করতে অস্বীকৃতি জানিয়েছে তারা। প্রস্তাব করেছে নতুন তারিখ। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী, চলতি বছরের আগস্টে বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ছিল ভারতের। সবকিছু ঠিক ছিল, দিনক্ষণও প্রায় চূড়ান্তের পর্যায়ে ছিল। তবে এখন এসে বেঁকে বসেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড আগস্ট নয়; নভেম্বরে বাংলাদেশে পাঠাতে চায় দল।
সিরিজের সূচি পরিবর্তনের জন্য ইতোমধ্যেই বিসিবিকে প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সব মিলিয়ে দ্বিপক্ষীয় সিরিজের সূচি এখন অনিশ্চয়তার মুখে। নির্ধারিত সূচি অনুযায়ী, ১৭ আগস্ট মিরপুরে প্রথম ওয়ানডে, দুই দিন বিরতির পর ২০ আগস্ট মিরপুরে দ্বিতীয় ও ২৩ আগস্ট চট্টগ্রামে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল। তিন টি-টোয়েন্টি ছিল ২৬, ২৯ ও ৩১ আগস্ট। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের টালবাহানার ফলে এখন সবকিছু নতুন করে ভাবতে হবে বিসিবিকে। যদিও এখনো এই প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি দুই বোর্ডের কারো পক্ষ থেকে।
Leave a Reply