নিজস্ব প্রতিনিধি ॥ সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে জুন মাসে ১৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সোমবার ভোররাতে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে বিশেষ অভিযানে ৪ হাজার ২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, ৪ হাজার ৯৯২ পিস কসমেটিক্স সামগ্রী ও ২ হাজার ১২০ পিস চকলেট আটক করে বিজিবি। যার মূল্য ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা। তিনি জানান, সোমবার ভোরে পণ্যসহ ১৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে এই মাসে। এই অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়সহ ২ পুলিশ সদস্য, বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ ১৬ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন বলেও তিনি জানান।
Leave a Reply