নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদরঘাট এলাকার হাজীপুর গ্রামের আতা মিয়ার পুত্র মনসুর আহমদ একজন দুষ্টু প্রকৃতির লোক হিসাবে এলাকার মানুষের কাছে পরিচিত। তার নানামুখী অত্যাচারে সাধারন মানুষ অতিষ্ট। সে নিরীহ লোকজনদের হয়রানি করে থাকে। বিশেষ করে প্রবাসীরা দেশে আসার পর মনসুরের শিকারে পড়তে হয়। এমনি একটি ঘটনা গত ২৯ জুন সদরঘাটের হাজীপুর গ্রামে ইয়ারুল মিয়ার বাড়ীতে ঘটেছে। ইয়ারুল মিয়ার দুই ভাই প্রবাসে থাকেন। সম্প্রতি তার প্রবাসী ভাই শরীফুল বাড়ীতে আসলে তার বিবাহের কথাবার্তা চলে। এরই মধ্যে অভিষুক্ত মনসুর আহমদ হীন উদ্দেশ্যে ইয়ারুল মিয়ার বাড়ীতে গভীর রাতে রাম দাও নিয়ে বাড়ীর পেছনে ওৎ পেতে বসে থাকতে দেখেন ইয়ারুল মিয়ার বড় ভাই। এ সময় তাদের বাড়ীর পেছনে কেন রাম দাও নিয়ে ওৎ পেতে আছে বলে তিনি মনসুরকে ধরে পেলেন। পরে ৯৯৯ এ কল করলে পুলিশ এসে মনসুর কে রাম দাও সহ উদ্ধার করে নিয়ে যায়। উক্ত মনসুর এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড সহ নানা রকম অপরাধ মূলক কাজে জড়িত। এ ব্যাপারে ইয়ারুল মিয়া নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ২৩। তারিখ ৩০/৬/২০২৫ইং। ১৫।
Leave a Reply