মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৮ জনের ছবিসহ পরিচয় প্রকাশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৮ জনের ছবিসহ পরিচয় প্রকাশ

বিজয় ডেস্ক ॥ ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন। জুন মাসের এই ১২ দিনের সংঘাতের সবচেয়ে প্রবীণ নিহত ব্যক্তি ছিলেন ৯৫ বছর বয়সী যিনি হোলোকাস্ট বা ইহুদি গণহত্যা থেকে জীবিত ফিরেছিলেন। আর সবচেয়ে কনিষ্ঠ ছিলেন মাত্র ৭ বছর বয়সী ক্যানসার আক্রান্ত ইউক্রেনীয় শিশু। গত ১৩ জুন ভোররাতে ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় আগাম হামলা চালায় ইসরায়েল। ইরানও প্রতিক্রিয়ায় প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় এক হাজার ড্রোন ইসরায়েলের দিকে ছোঁড়ে। এর মধ্যে অধিকাংশই প্রতিহত করা হলেও অন্তত ৩৬টি ক্ষেপণাস্ত্র জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে-এর মধ্যে অ্যাপার্টমেন্ট ভবন, একটি তাপবিদ্যুৎ কেন্দ্র ও হাইফার একটি তেল শোধনাগার অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব হামলায় ৩ হাজার ২৩৮ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২৪০টি ভবন, এবং ১৩ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। নিহতদের মধ্যে ২৭ জন ছিলেন বেসামরিক নাগরিক এবং একজন ছিলেন ছুটিতে থাকা সেনাসদস্য। নিহতদের মধ্যে যাদের পরিচয় নিশ্চিতভাবে জানা গেছে, তাদের মধ্যে আছেন কোহেন অ্যাঞ্জেল (৭৪)। ইরানের ক্ষেপণাস্ত্র একটি আবাসিক ভবনে আঘাত করলে নিহত হন তিনি। তার প্রেমিক গুরুতর আহত হলেও বেঁচে যান। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, জীবনের পরবর্তী পর্যায়ে এসে কিভাবে তিনি নিজের ‘শিশুকে’ পুনরাবিষ্কার করেছিলেন-আনন্দ, কৌতুক ও সহজভাবে কঠিন পরিস্থিতি সামলানোর শক্তি তিনি সেখানেই খুঁজে পেয়েছিলেন। এদিকে, ইরানের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জন ও আহত ৪ হাজার ৭৪৬ জন। খবর টাইমস অব ইসরায়েলের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com