বুধবার, ০৯ Jul ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ রাস্তা সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে গতকাল মঙ্গলবার শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ১১নং মক্রমপুর ইউনিয়ন ছাত্র সংগ্রাম পরিষদ ও দক্ষিণ বানিয়াচং আঞ্চলিক সিএনজি, টমটম, মিশুক মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সামাজিক, রাজনৈতিক, শ্রমিক ও পেশাজীবিসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে ছাত্রনেতা আব্দুল মতিনের পরিচালনায় ও মোতাকাব্বির খান আসাদের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম। আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, ছাত্রনেতা সারোয়ার আলম, নাছির উদ্দিন আফরোজ প্রমুখ। এসময় বক্তারা বলেন- খানাখন্দ আর ছোট বড় গর্তে বেহাল দশায় পরিণত হয়েছে হবিগঞ্জ-সুজাতপুর ভায়া আগুয়া আঞ্চলিক সড়কটি। দীর্ঘদিন যাবত সড়কটি বেহাল দশায় পরিণত হলেও কর্তৃপক্ষ এটি সংস্কার করছে না। যে কারণে দক্ষিণ বানিয়াচংয়ের ৫টি ইউনিয়নসহ রাস্তাটি দিয়ে চলাচলকারি আশপাশের হাজার হাজার মানুষের দূর্ভোগ পোহাতে হচ্ছে। বক্তারা বলেন- এই সড়ক দিয়ে কোন গর্ভবতী অসুস্থ মায়ের আনা নেয়া করা যায় না। সড়কের বেহাল অবস্থার কারণে পরিবহন করা যায় মালামাল। যে কারণে জনবহুল এই রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। হুঁশিয়ারি দিয়ে বক্তারা আরো বলেন- অনতিবিলম্বে যদি রাস্তাটি সংস্কার করা না হয় তা হলে সাধারণ মানুষকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com