বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার দুই গুরুত্বপূর্ণ নেতা—আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদি হাসান—কে সংগঠনের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক নোটিশে জানানো হয়, অভিযোগ রয়েছে যে তারা সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা ভঙ্গ করে “পরিপন্থী কার্যকলাপে” যুক্ত ছিলেন। প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।
তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের আগে আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা ও কারণ দর্শানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে, কারণ দর্শানো প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত হবিগঞ্জ জেলা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
Leave a Reply