স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী আল রাজি অনিক ও ছাত্রলীগ কর্মী সাইফুর রাব্বিকে জেল হাজতে প্রেরণ করেছে চুনারুঘাট থানা পুলিশ।
শনিবার (৬ জুলাই) রাত ১০টায় পৌরসভার হাজীপুর বিলপাড়ার বাসিন্দা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মূখ সারির যোদ্ধা ও জাতীয় নাগরিক কমিটির জামিল আহমেদ সুমন কে (৪৩) জুলাই বিপ্লবের বিদ্ধেষ লালন করে সুমনের ওপর ছাত্রলীগ নেতা অনিকের নেতৃত্বে সাইফুর রহমান রাব্বি আরও কয়েকজন অতর্কিতভাবে হামলা চালায়।
এ সময় হামলাকারীরা তাকে পিছন থেকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। পরে দুই ছাত্রলীগ কর্মী সহ দুর্বৃত্তরা দেশীয় লাঠি দিয়ে বেধরক মারপিট করে। তাদের মারপিটে মাটিতে পড়ে থাকায় আহত অবস্থায় স্থানীয়রা সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এদিকে দুই ছাত্রলীগ কর্মীর আটকের বিষয়ে খবর পেয়ে তাদেরকে ছাড়িয়ে নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক স্থানীয় নেতা বিভিন্ন মহলে তদবির চালাচ্ছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সাইফুর রাব্বি ও অনিকের উপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্রদের উপর ছাত্রলীগের হয়ে হামলার অভিযোগও রয়েছে। তারা ছাত্রলীগের প্রভাবশালী নেতা ও সক্রিয় কর্মী। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই বিভিন্ন অপপ্রচার চালানোরও অভিযোগ রয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নুর আলম দুই ছাত্রলীগ নেতার গ্রেফতারের বিষয়টি নিশ্চত করেছেন।
উল্লেখ্য, ছাত্রলীগ নেতা অনিকের বিরুদ্ধে চুনারুঘাট থানায় চাঁদাবাজী, ডাকাতি, ছিনতাই, মারপিট এবং মোঃ ফুল মিয়া নামে এক সাংবাদিকের উপর হামলা ও মারপিটসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। তার গ্রেফতারের খরব শুনে এলাকায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
অপরদিকে সাইফুর রাব্বী ছিলেন ছাত্রলীগের সক্রিয়কর্মী। আওয়ামীলীগ সরকার থাকাকালীন সময়ে সে চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট এম আকবর হোসেন জিতুর একান্ত সহকারী হয়ে কাজ করে। সাইফুর রাব্বি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামীলীগের প্রচার প্রচারনায় সবসময় নিজেকে নিয়োজিত রেখেছে। বর্তমানেও সেই গোপনে আওয়ামীলীগের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে।
আরো জানা যায়; সাইফুর রাব্বির পিতা মিজানুর রহমান পৌরসভার ০৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। মূলত তার প্রশ্রয়েই সাইফুর রাব্বি বেপরোয়া হয়ে উঠে।
Leave a Reply