স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর রাজার বাজার অংশের বালু মহাল ইজারাদার নিয়মনীতি অমান্য করে, সরকার কর্তৃক নির্দিষ্ট মৌজা ও দাগ খতিয়ান উপেক্ষা করে নদীতে একাধিক বে-আইনী শক্তিশালী ড্রেজার মেশিন স্থাপনকরে সাধারণ জনগণের ফলজ কৃষি জমিতে বালু উত্তোলন করে আসছে। ফলে, নদী তীরবর্তী কৃষি জমিতে ব্যাপক ভাবে ফাটল দেখা দিচ্ছে এবং কৃষি জমি নদীগর্ভে পতিত হচ্ছে। স্থানীয়রা জানান, ইজারা বিজ্ঞপ্তিতে মৌজা- কাকাউশ এবং মৌজা- আশ্রাবপুর অধীন নদীর নির্দিষ্ট কিছু দাগে( ১নং খতিয়ান ভুক্ত) ২২.৫০ ( বাইশ একর পঞ্চাশ) শতক জমি নিয়ে মহালটির অবস্থান। কিন্তু ইজারাদার উল্লেখিত মৌজা দুইটির অন্তর্ভুক্ত নদী গর্ভের ঐ নির্দিষ্ট দাগ না মেনে তার ইচ্ছামত নদীতে বে-আইনী ড্রেজার ফেলে সাধারণ জনগণের চাষাবাদ কৃত জমিতে বালু উত্তোলন করে মজুদ ও পরিবহন করে ব্যাপক ক্ষতিসাধন করিতেছে এবং নদী তীরবর্তী কৃষি জমি নদীগর্ভে পতিত হচ্ছে। ইদানীং কালে, ইজারা বিজ্ঞপ্তিতে বর্ণিত দুইটি মৌজার সীমানা নির্দেশক সাইনবোর্ড উপেক্ষা করে আইন অমান্য করে পার্শ্ববর্তী থৈগাও মৌজায় প্রবেশ করে নদীতে পরিবেশ বিধ্বংসী একাধিক বে-আইনী ড্রেজার দ্বারা বালু উত্তোলন এর ফলে থৈগাও মৌজার নদী তীরবর্তী কৃষি জমিও নদী ভাঙনের শিকার হইতেছে এবং পার্শ্ববর্তী ভুমিহীন মানুষের সরকারি আশ্রয়ন প্রকল্প ও চলাচলের রাস্তা হুমকির মুখে পতিত হইয়াছে। এছাড়া, ভারী যানবাহন দ্বারা বালু পরিবহনের দরুন ইউনিয়নের ধারন ক্ষমতাহীন রাস্তা ঘাটে বড় বড় খানাখন্দ কের সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত চলাচলে স্কুলকলেজ এর শিক্ষার্থী সহ এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমতাবস্থায়, আশপাশের গ্রামের লোকজন বিক্ষোভ প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। কিন্তু বার-বার অভিযোগ করেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে না। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
Leave a Reply