সোমবার, ২৮ Jul ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে এসআই সন্তোষ হত্যা মামলা প্রত্যাহার চেয়ে স্মারকলিপি

বানিয়াচংয়ে এসআই সন্তোষ হত্যা মামলা প্রত্যাহার চেয়ে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ৫ আগস্ট সংঘটিত ছাত্র-জনতা হত্যাকাণ্ডের পর ১০ হাজার ‘অজ্ঞাত’ আসামি করে পুলিশের দায়ের করা ‘এস আই হত্যা’ মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির দাবি, এই মামলা ইতিহাস বিকৃতি ও জনগণের প্রতিবাদ দমনের অপচেষ্টা। গতকাল রোববার (২৭ জুলাই) সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনের আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদি হাসান। তারা এটি মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবদুল্লাহ আল জাবেদের কাছে জমা দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট এস আই সন্তোষের গুলিতে নিরীহ মানুষ নিহত ও শতাধিক আহত হলে উত্তাল হয়ে ওঠে বানিয়াচং। সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে। তবে সেই প্রতিরোধকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে তুলে ধরে পুলিশের পক্ষ থেকে ১০ হাজার ‘অজ্ঞাত’ ছাত্র-জনতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যা আন্দোলনকারীদের ভাষায় ইতিহাস বিকৃতি ও নিপীড়নের অপচেষ্টা। পুলিশ জানায়, ওইদিন ঘটনাস্থলে ও হাসপাতালে আটজন নিহত হন। এক সাংবাদিক এবং থানার উপ-পরিদর্শক (এসআই) সন্তোষকেও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশের পক্ষ থেকে, এক আহত ছাত্রের বাবার পক্ষ থেকে এবং নিহতদের পরিবারের পক্ষ থেকে মোট তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আসামির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। নিহতদের মধ্যে ছিলেন- হোসাইন মিয়া, আশরাফুল ইসলাম, তোফাজ্জল হোসেন, মোজাক্কির মিয়া, সাদিকুর রহমান, শেখ নয়ন হোসেন, সোহেল আখঞ্জী, আকিনুর রহমান ও আনাস মিয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, এই মামলা শুধু বিচারহীনতার নিদর্শন নয়, বরং জনগণের প্রতিবাদকে দমন করার একটি ভয়ানক উদাহরণ। যা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com