নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের চন্দনা গ্রামের সৈয়দ হীরা মিয়ার (রহঃ) মাজার শরিফ দখল করে রেখেছে ওয়ার্ড কৃষকলীগের সভাপতি কামাল মিয়া। জানা যায়, প্রায় ৭ বছর পূর্বে কৃষকলীগের ক্ষমতা ব্যবহার করে মাজার টি দখলে নেয় চন্দনা গ্রামের মৃত খালিফ মুন্সির ছেলে কামাল মিয়া। প্রতিদিন ঐ মাজারে হাজার হাজার টাকা দান করে থাকেন আশেকান,জাকেরান ও ভক্তবৃন্দরা। কৃষকলীগ নেতা কামাল মিয়া ক্ষমতার দাপট দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে চন্দনা গ্রামবামী ও এলাকাবাসী মাজারের হিসাব নিকাশ দেওয়ার জন্য বলছেন। কিন্তু কৃষক লীগ নেতা কামাল মিয়া কোন হিসাব নিকাশ দিচ্ছে না। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সব জাগায় সংস্কার হলেও বহাল তবিয়তে কামাল মাজারের লাখ লাখ টাকা আত্মসাৎ করছে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাজারটি কামালের কাছ থেকে দখলমুক্ত করার দাবী জানান।
Leave a Reply