স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের চারটি জেলায় এক যুগে শুরু হয়েছে ২৮ দিনব্যাপী ভিডিপি এডভান্সড কোর্স (১ম ধাপ) প্রশিক্ষণ। হবিগঞ্জ জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ শেডে ভিডিপি এডভান্সড কোর্স প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও আত্মনিয়াগের গুরুত্ব তুলে ধরে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শুধু দক্ষতা বৃদ্ধির জন্য নয় বরং জাতীয় নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে তাদের ভূমিকা অপরিসীম। উল্লেখ্য যে, ভিডিপি এডভান্স কোর্স প্রশিক্ষণে হবিগঞ্জ জেলার ১০০ জন প্রশিক্ষণার্থী সহ সিলেট রেঞ্জের মোট ৩৮০ জন ভিডিপি প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।
Leave a Reply