স্টাফ রিপোর্টার ॥ গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর রাজনৈতিক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন। সায়হাম নিট কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাফকাত আহমেদ এমবিএ। গত ১৯ জুলাই বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান স্বাক্ষরিত এক পত্রে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। সৈয়দ সাফকাত আহমেদ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ সায়হাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফয়সলের পুত্র।
বিজিএমই সভাপতি মাহমুদ হাসান খান পত্রে উল্লেখ করেন, আমাদের শিল্প যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি এর চ্যালেঞ্জও বাড়ছে। যা আমাদের ক্রমাগত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর প্রয়োজনীয়তা তৈরি করছে। শিল্পের একজন সম্মানিত সদস্য হিসেবে আমরা আপনার মত অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্বের সঙ্গে কাজ করতে আগ্রহী। যাতে আমরা টেকসই ভাবে ইতিবাচক পথে খাতটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তিনি আরো উল্লেখ করেন, আপনার দৃষ্টিভঙ্গি আমাকে আশাবাদী করে তোলে। যা বিজিএমই এর লক্ষ্য আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক খাতের অবস্থান উন্নীত করা। এর সঙ্গে ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ আপনার অভিজ্ঞতা এবং প্রতিশ্রুতি বিবেচনায় আমি দৃঢ?ভাবে বিশ্বাস করি যে কমিটির লক্ষ্য অর্জনে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
Leave a Reply