চুনারুঘাট প্রতিনিধি॥ সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো.রেজা-উন-নবী বলেছেন, বনের গাছ কাটা যাবে না। নিজের জীবন দিয়ে হলেও বনের গাছ রক্ষা করতে হবে। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় চুনারুঘাট উপজেলায় এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। খান মো. রেজা-উন-নবী বন বিভাগের কর্মকর্তাদের সতর্ক করে বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে বনে যে লুটপাট হয়েছে, তা হতে দেওয়া যাবে না। তিনি বলেন, রাষ্ট্র ও সরকারের সকল প্রতিষ্ঠানের কাজ হচ্ছে জনকল্যাণ ও জনআকাঙ্খার বাস্তবায়ন করা। কিন্তু দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে এসব প্রতিষ্ঠান থেকে মানুষ তাদের ন্যায্য অধিকার ও সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এজন্য সবার আগে আমাদের নৈতিক ও মানসিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। যে কোনো ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী সেবা নিশ্চিত করতে হবে। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় চুনারুঘাটের সকল বিভাগীয় কর্মকর্তাসহ সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply