মাধবপুর প্রতিনিধি॥ মাধবপুরের মাদক ব্যবসায়ী গ্যং লিডার অস্ত্র, মাদকসহ ১৫ মামলার ফুয়াদ হাসান সাকিব (২৭)সহ তার তিন সহযোগী গ্রেফতার হয়েছে। গতকাল ৩০ জুলাই বুধবার ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্প এবং হবিগঞ্জ সদর ক্যাম্পের সেনা সদস্যরা যৌথ অভিযান চালিয়ে মাধবপুর বাজার থেকে অস্ত্র এবং মাদক মামলার আসামি সাকিবকে গ্রেফতার করে। ফুয়াদ হাসান সাকিব উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সোয়াবই গ্রামের সিরাজ আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ ১৫ টি মামলা রয়েছে। গতকাল বুধবার দুপুরে ধর্মঘর ক্যাম্পের ২৫ বিজিবি সদস্যরা ফুয়াদ হাসান সাকিবকে নিয়ে তার আস্তানায় অভিযান করেন। তার কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা ও ৪ টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ৪ টি মোটর সাইকেল ৮ কেজি গাজা, ৩ টি বল্লম, ১ টি রামদা,মদের বোতল, ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় জাবেদ(৩৮), জুনাইদ(৩৫) ও নয়ন(৩২)কে আটক করা হয়। ২৫ বিজিবির অধিনায়ক লেঃকর্নেল আব্দুল জাব্বার জানান,সাকিব ও তার তিন সহযোগীকে আটক করে উদ্বার মালামাল সহ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply