চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ভোলারজুম বাজারে মোশাহিদ আহমদ শাকিলকে (১৭) ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনার দায়ে আক্তার মিয়া তালুকদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৮ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত আক্তার মিয়া ভোলারজুম এলাকার মৃত তাহির মিয়া তালুকদারের ছেলে। এ ঘটনায় আহত শাকিলের পিতা ভোলারজুম গ্রামের সুলেমান মিয়া (৫১) বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আক্তার মিয়াসহ আরও একজনকে আসামি করা হয়। দ্বিতীয় আসামি হচ্ছেন হুড়পাড়া গ্রামের মৃত আব্দুল ছমদের ছেলে আব্দুল মালেক (৪৭)। মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী শাকিল পরিবারের জমিজমা দেখাশোনা করতেন। কিছুদিন আগে আসামিরা তাকে মাদক ব্যবসার প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তারা শাকিলের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
গত ২৩ জুন সন্ধ্যা ৭টার দিকে ভোলারজুম বাজারে আলতা মিয়ার কাপড়ের দোকানের সামনে শাকিলকে পথরোধ করে টাকা দাবি করে তারা। প্রতিবাদ করলে, পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আক্তার মিয়া কোমর থেকে ডেগার বের করে শাকিলের বাম বাহু, ঘাড়, পিঠ ও বগলের নিচে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এসময় মালেক তাকে ধরে রাখে।
শাকিলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
বাদীর অভিযোগ, ঘটনার পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও ব্যর্থ হয়। বরং আসামিরা প্রতিশোধ নিতে ফের হামলার চেষ্টা করছিল।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নুর আলম জানান, গ্রেফতারকৃত আক্তার মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। পলাতক অন্য আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply