স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গঙ্গানগর গ্রামে বিদ্যুৎ সংযোগ থাকা সত্ত্বেও পর্যাপ্ত ভোল্টেজ না থাকায় ভোগান্তিতে রয়েছেন ২শ গ্রাহক। গত কয়েক মাস ধরে এ ভোগান্তিতে ভোগছেন তারা। ওই ২শ গ্রাহককে পাশের গ্রাম আশ্রাবপুরের একটি ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। যার দূরত্ব প্রায় ১ কিলোমিটার। ওই ট্রান্সফরমায় রয়েছে স্থানীয় আরও শতাধিক মিটারের সংযোগ। যে কারণে বিদ্যুৎ থাকলেও ভোল্টেজ অনেক কম থাকে। বৈদ্যুতিক পাখা, ফ্রিজ, টমটম চার্জ ইত্যাদি সমস্যা ছাড়াও অনেক সময় বৈদ্যুতিক বাতি গুলোও ঠিক মতো আলো দিতে পারে না। বিষয়টি ভুক্তভোগীরা জিএম হবিগঞ্জকে লিখিত ভাবে জানিয়েছেন গত ৭ এপ্রিল। এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। এর থেকে পরিত্রাণ পেতে তারা বার বার, পরিচালক, এজিএম, ডিজিএম সহ নানান জায়গায় ছুটাছুটি করছেন। তাদের বক্তব্য, বিদ্যুতের সুবিধার অর্ধেকটাও পাচ্ছেন না তারা। ওই সংযোগ গুলোর জন্য একটি ট্রান্সফরমার বা যে ট্রান্সফরমায় সংযোগ রয়েছে তার ক্যাপাসিটি বাড়িয়ে দিলেও তারা এ সমস্যা থেকে পরিত্রাণ পান। এ বিষয়ে ডিজিএম চুনারুঘাট এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, বিষয়ে তিনি অবগত রয়েছেন। আপাতত ট্রান্সফরমার সংকট রয়েছে। ট্রান্সফরমার সংকট কেটে গেলে এর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply