শেখ আব্দুল হাকিম ॥ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সাড়ে তিন কিলোমিটার এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে এই এলাকায় বসবাসরত হাজার হাজার মানুষকে। রাস্তাটির অধিকাংশ জায়গা এখন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায় পুরো রাস্তার একটু পরে পরে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে যেখানে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ফলে অনেকটা জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে এই এলাকার কোমলমতি ছাত্রছাত্রীসহ এলাকার সাধারণ মানুষ। উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তাটির করুণ অবস্থায় অনেকটাই বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তাদের পণ্যবাহী ট্রাক অধিকাংশ সময় গর্তে দেবে গিয়ে যানচলাচলের বিঘ্ন ঘটায়। তাছাড়া এই এলাকার ধান বিক্রির জন্য দেশের বিভিন্ন যায়গায় বড় বড় ট্রাক চলাচল করে এই রাস্তা দিয়ে। এই বিষয়ে সচেতন মহলের অনেকেই একাদিক বার উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও পাওয়া যাচ্ছেনা কোনো সুরাহা। ফলে অনেকটা হতাশ এই এলাকার বসবাসরত জনসাধারণ। এ রাস্তা দিয়ে চলাচল করেন, গুমগুমিয়া, পাঞ্জারাইসহ ৬ গ্রামের মানুষ এ সড়ক দিয়ে চলাচল করেন। রাস্তাটি দীর্ঘদিন কাজ না হওয়ায় অনেকটা ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। স্কুল কলেজ যাতায়াতে অনীহা দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে। এদিকে একাদিক বার দুর্ঘটনার শিকার হয়েছে। প্রায় সময় এই রাস্তাটিতে দুর্ঘটনা হয়। তাছাড়া অসুস্থ কোনো রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াও যায়না। স্থানীয় বাসিন্দা একাদিক ব্যাক্তি জানান দোকানের মালামাল নিয়ে আসতে অনেক সময় পণ্যবাহী ট্রাক রাস্তার গর্তে দেবে যায়। ফলে মালামাল পরিবহন করতে অধিক ভাড়া দিতে হয় তাদের। এই বিষয়ে সিএনজি অটোরিকশা চালক রাস্তা খারাপ হওয়ায় আমাদের ব্যাপক গ্যাস খরচ হয়। তাছাড়া জীবনের ঝুঁকি নিয়ে গাড়ী চালাতে হয় এবং গাড়ীর ও ব্যাপক ক্ষতি হয়।
Leave a Reply