রবিবার, ২৯ Jun ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

চাষের মাছ দেশী বলে চালিয়ে দেয়ায় অভিযোগ

চাষের মাছ দেশী বলে চালিয়ে দেয়ায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জে রং মেশানো চিংড়ি, শিং-মাগুরসহ বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হচ্ছে। হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে রং মেশানো চিংড়ি, শিং-মাগুরসহ বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি করা হয়। এতে করে ক্রেতারা প্রতারিত হচ্ছেন। মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালত অভিযান করেও এদের দমন করতে পারছে না। ক্রেতারা বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন। জানা যায়, প্রতিদিন শহরের চৌধুরী বাজার, শায়েস্তানগর বাজার, সিনেমা হল বাজার, বগলা বাজার, চাষি বাজার, বেবিস্ট্যান্ড ও পৌর মার্কেট বাজার, শায়েস্তাগঞ্জের পুরান বাজার, ড্রাইভার বাজার, দাউদনগর বাজারসহ বিভিন্ন বাজারের বিক্রেতারা রং মেশানো এ সকল মাছ পসরা সাজিয়ে দেশি মাছ বলে বিক্রি করছেন। প্রতি কেজি শিং-মাগুর মাছ ৮শ থেকে হাজার টাকা, কৈ মাছ ১২শ টাকা, চিংড়ি ৬শ থেকে ১৮০০ টাকায় বিক্রি করা হচ্ছে। বিক্রি করার সময় বলা হয় হাওর ও বিলের মাছ। প্রকৃতপক্ষে এগুলো চাষের মাছ। যা ক্রেতারা চিনতে পারেন না। কিন্তু খাবার সময় স্বাদ বুঝে প্রতারণার বিষয়টি বুঝা যায়। এতে করে অনেক ক্রেতারাই ঠকছেন প্রতিনিয়ত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com