মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে চাঁদাবাজি করতে গিয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরীসহ সেনাবাহিনীর হাতে ২ জন আটক হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে জামিল চৌধুরীর নেতৃত্বে ৫ কিশোর বাঘাসুরা ইউনিয়নের গাজীপুর গ্রামের রাস্তায় উৎ পেতে থাকে। ওই রাস্তা ধরে নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মনিব চৌধুরীর ছেলে মোটরসাইকেল আরোহী অরুপ চৌধুরী (৩০) তার স্ত্রী রাহেলা কে নিয়ে বিয়ের দাওয়াত শেষে বাড়ী ফিরছিল। ওই সময়ে জামিলের নেতৃত্বে কিশোররা গাজীপুর জোড়া ব্রিজে মোটরসাইকেলটির গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে আটকে রাখে। এক পর্যায়ে মোটরসাইকেল আরোহীর কাছে মোটা আংকের টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মামলার আসামী করে জেলে ঢুকিয়ে দেওয়ার ভয় দেখায়। বাধ্য হয়ে তারা দেড় লাখ টাকা দিয়ে মুক্তি পায়। জামিল চৌধুরী বিকাশের মাধ্যমে টাকা গুলো আদায় করে। চাঁদা আদায়ের পর তাদের মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীকে মুক্ত করে দেওয়া হয়েছিল বলে ভুক্তভোগীরা জানিয়েছে। খবর পেয়ে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনার করে গতকাল গভীররাতে বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত শাহাব উদ্দিন চৌধুরীর ছেলে, মাধবপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব জামিল চৌধুরী (৩০) ও তার সাহযোগী বাঘাসুরা গ্রামের সালাউদ্দিনের ছেলে মোনায়েম (২৫) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৯০ হাজার টাকা উদ্ধার করা হয় বলে সেনা বাহিনীর ৩৬০ পদাতিকর শাহজিবাজার ক্যাম্প সূত্র জানিয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্লাহ বলেন, সেনাসদস্যরা আটক দুজনকে গতকাল শুক্রবার পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, রাস্তায় গতি রোধ করে মামলার ভয় দেখিয়ে এক দম্পতির কাছে চাঁদাবাজি করেন। পাশাপাশি তাদের কাছ থেকে চাঁদাবাজির ৯০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
Leave a Reply