সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

মাধবপুরে পুলিশের সামনে গলা কেটে মাদকসেবীর আত্মহত্যার চেষ্টা

মাধবপুরে পুলিশের সামনে গলা কেটে মাদকসেবীর আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ আট মাস আগে মাধবপুরে সাত্তার মিয়া (৩২) নামে মাদকাসক্ত যুবক পুলিশের সামনেই নিজের গলাকেটে আত্মহত্যা করে। ওই ঘটনা নিয়ে এবার অপপ্রচারে লিপ্ত হয়েছে পতিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ। ছাত্রলীগ সংশ্লিষ্ট ফেইসবুক গ্রুপ থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে মিথ্যাচার। ‘পুলিশের হাতে ধরা দেবে না তাই, নিজেই নিজের গলা কাটল ছাত্রলীগ কর্মী’ এমন গুজব ছড়িয়ে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। ওই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। প্রকৃতপক্ষে ওই ঘটনাটি ২৩ অক্টোবরের। বেশ কয়েকটি গণমাধ্যমে এনিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, মাধবপুর পৌরশহরের মালাকাপাড়ায় ডোবার পাশে গলাকেটে আত্মহত্যার চেষ্টা চালায় সাত্তার নামে ওই যুবক। এ সময় উৎসুক জনতা সেখানে ভিড় করে। খবর পেয়ে মাধবপুর এসআই সাইদুর রহমান ওই যুবককে আত্মহত্যা থেকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পুলিশ সামনে যেতেই মাদকাসক্ত সাত্তার নিজের গলা কেটে পানিতে ঝাঁপ দেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনার প্রায় ৮ মাস পর সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকাসক্ত ছাত্তারকে ছাত্রলীগ কর্মী দাবি করে অপপ্রচার চালাচ্ছে। জোরালগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নামের আইডি থেকে মাধবপুরের ছাত্তারের ছবি ব্যবহার করে পোস্টে বলা হয়, আটক করতে গিয়ে পুলিশ তার নিজের হাতেই খুন করল আমার ছাত্রলীগ ভাইকে। পুলিশের সামনেই জীবন বিলিয়ে দিল তাও ধরা দিল না। এমন অপপ্রচার দেখে মাধবপুরবাসীর মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, সাত্তার মাদকসেবী ছিল। তার অত্যাচারে স্ত্রী বাবার বাড়ি চলে গেছে। দরিদ্র বাবা-মাও ছিল অতিষ্ঠ। প্রকাশ্যে সাত্তার নিজের গলা কেটে আত্মহত্যা করেছে। এটা সবাই দেখেছে। ডাহা মিথ্যা বর্ণনা দিয়ে এখন গুজব ছড়ানো হচ্ছে। ঘটনাস্থলে থাকা এসআই সাইদুর রহমান জানান, মাদকাসক্তির কারণে সাত্তার অনেকটা উম্মাদের মতো ছিল। ধারালো টিন দিয়ে নিজের গলা কেটে ফেলে সে। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। এ নিয়ে থানায় মামলা হয়েছে। এখন অপপ্রচার করে লাভ কি? উল্লেখ্য, নিহত সাত্তার মিয়া মাধবপুর পৌরসভার ২নং ওয়ার্ডের মিয়ার আলীর ছেলে। মাদকসেবনের টাকা না পেলে বাসার লোকজনকে মারধর ও ভাঙচুর করত সে। প্রায় একবছর আগে মারধর করে তার স্ত্রী জোৎস্না বেগমের হাত ভেঙে দিয়েছিল। দুই শিশুপুত্রকে মাটিচাপায় হত্যার চেষ্টাও চালিয়েছিল। অত্যাচার সইতে না পেরে স্ত্রী তার সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর থেকে মাদকাসক্ত সাত্তার অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com