নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও দূর্গাপুর গ্রামের সবার প্রিয়মুখ মোঃ আলা উদ্দীন (৪২) আর নেই? ইন্নালিল্লাহি ৃরাজিউল। তিনি গতকাল শনিবার দুপুরে সিলেটের একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি বেশকিছু দিন যাবত শ্বাসকষ্ট রোগ সহ নানা জটিল রোগে ভূগছিলেন বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে? মরহুমের জানাজার নামায ওইদিনই বিকাল সাড়ে ৫ টায় তাঁর নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়? মৃত্যুকালে তিনি স্ত্রী,১ সন্তান ভাই বোন সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে মারা যান।
জানাজার নামাযে সহস্রাধিক মুসল্লিরা অংশ গ্রহণ করেন? এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ শাহ্ আবুল খায়ের, নবীগঞ্জ উপজেলা জাপার সভাপতি শাহ ফরিদুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মুরাদ আহমদ, উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম মুজিবুর রহমান, সদস্য জুয়েল আহমদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারিক রনি, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল হান্নান চৌধুরী চাঁন মিয়া, আব্দুল হাই, সাধারণ সম্পাদক বদরুল হক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক আকলিছ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, জাপা নেতা সিদ্দিক আলী চৌধুরী, শাহ জাহাঙ্গীর আলম কামাল, ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়ামূল করিম অপু, উপজেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক আনোয়ার আলী, ইউপি সদস্য খালেদ হাসান দুলন, আকুল মিয়া, সাবেক মেম্বার ফজলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক নুরুল আমীন, সাজ্জাদ হোসেন সহ সহস্রাধিক মুসল্লিগণ? জাপা নেতা মোঃ আলা উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপণ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ হবিগঞ্জ -১ আসনের সাবেক সংসদ সদস্য এম,এ মুনিম চৌধুরী বাবু, তিনি সংবাদ পত্রে প্রদত্ত এক বিবৃতিতে মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেন?
Leave a Reply