বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আকিজ ভেঞ্চার কোম্পানি কর্তৃক শেওড়াতুলী পশ্চিম প্রান্তে কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের চেষ্টার প্রতিবাদে ডুবাঐ এলাকার প্রায় ১০টি গ্রামের জনসাধারণের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ৯ আগস্ট বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় উপজেলার ডুবাঐ বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রায় ১০টি গ্রামের মানুষ অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খন্দকার খোরশেদ আলম সুজন,সামাল আহমেদ,শাবাজ মিয়া,স্বপন চৌধুরী, শফিকুল ইসলাম, ইয়াকুব আলী,আলেক মিয়া,সবুজ মিয়া,সাগর বাবু ও শাহনেওয়াজ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন,গত প্রায় ২ আড়াই মাস পূর্বে আকিজ ভেঞ্চার কোম্পানির পক্ষে একটি কাটার ড্রেজার মেশিন নিয়ে আসেন এলাকার একটি প্রভাবশালী মহল। তারা ইদানিং শেওড়াতুলী গ্রামের পশ্চিম প্রান্তে হাওরে জোরপূর্বক কাটার ড্রেজার মেশিন বসিয়ে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের চেষ্টা চালায়। এ নিয়ে শেওড়াতুলী, হাসনাবাদ, ভাটপাড়া, গাজীপুর, কোনা ডুবাঐ, ডুবাঐ,হিলালপুর, আব্দাকামাল গ্রাম সহ প্রায় ১০ টি গ্রামের মানুষ অবিলম্বে ড্রেজার মেশিনটি অন্যত্র সড়িয়ে নেয়ার অনুরোধ জানান। কিন্তু স্থানীয় প্রভাবশালী মহলটি কোম্পানির পক্ষ নিয়ে ড্রেজার মেশিনটি ঢাকা সিলেট মহাসড়কের আখঞ্জী পেট্রোল পাম্পের পাশে রেখে জোরপূর্বক মাটি উত্তোলনের চেষ্টা চালায়। এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার ডুবাঐ বাজারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ হয়ে যায়। এ সময় দূরপাল্লার বাস সহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন জানান, এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
Leave a Reply