নবীগঞ্জ প্রতিনিধি ॥ পতিপাদ্য বিষয় ‘স্তন্যপানকে অগ্রাধিকার দিন টেকসই সহায়তা ব্যবস্থা তৈরী করুন’ সামনে নবীগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ বাউসা ইউনিয়নের গহরপুর গ্রামে এসএসসি – সিএমপি প্রকল্পের অর্থায়নে নবীগঞ্জের সীমান্তিকের বাস্তবায়নে নিরাপদ মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও মাতৃকালিন পরামর্শ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন এবং চিকিৎসা সেবাপ্রদান করেন গাইনী বিশেষজ্ঞ ডাঃ নাজনীন সুলতানা নিপা, আর উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার এরিয়া ম্যানেজার মো: বেল্লাল হোসেন, প্যারামেডিক ঝুমা আক্তার, কমিউনিটি মবিলাইজার সাবিনা আক্তার, এবং গোল্ড স্টার মেম্বার। বক্তব্য দান কালে বলা হয় বাচ্চা জন্মের ১ ঘন্টার মধ্যে বাচ্চাকে মায়ের শালদুধ খাওয়াতে হবে, কারণ শালদুধ হচ্ছে বাচ্চার প্রথম টিকা। বাচ্চা জন্মের ছয় মাস পর্যন্ত শুধু মাত্র মায়ের বুকে দুই যথেষ্ট। সভায় গহরপুর গ্রামের সহ আশ পাশ গ্রামের অসংখ্য নারীরা সেমিনারে অংশ গ্রহন করেন।
Leave a Reply